আমার খুব কঠিন একটা রোগ হয়েছে।আগেও হয়েছিলো একই রোগ।এখন বেড়ে গিয়েছে রোগটা।জানিনা আর কত দিন বেচে থাকবো,তবে এতোটুকু বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমি আর অল্প দিনের অতিথি।যার কারনে আমার আজ এই পরিনতি,দোয়া করি সে যেন অনন্তকাল যাবত সুখে থাকে।আমার কবরের প্রথম মাটি যেনো তার হাত দিয়ে যায়,এটা অনুরোধ তার কাছে